ঝালকাঠিতে মাওলানা ভাসানীর আত্মজীবনী নিয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৪ নভেম্বর বিকেলে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুরা মাওলানা ভাসানীর জীবনচরিত নিয়ে আলোচনা করেন।

পাঠচক্র শেষে প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার শুভ, বন্ধু মেহেজাবিন ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল সাথী। প্রত্যেককে একটি করে বই উপহার দেওয়া হয়।

পুরস্কার হাতে সেরা তিন পাঠক বন্ধু
ছবি: বন্ধুসভা

পরে সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় সভাপতি মশিউর রহমান অক্টোবর মাস ও পুরো বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান, সাবেক সভাপতি শাকিল হাওলাদার, সহসভাপতি আবির হোসেন, মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক বিথী শর্মা বণিক, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, সৈয়দ জালিছ মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রোহান বিন নাসির, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাসিন আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনাজ মুন, শফিকুল ইসলাম, উজ্জ্বল রহমান, তরিকুল ইসলাম, মুহিত খান, খান জাহান, স্বর্ণা দেবনাথ, সিফাত মাহমুদ, রিয়ানা হক, লামিয়া আক্তার, হাবিবা খাতুন, চাঁদনী আক্তার, মো. রাফি, সৈয়দ আব্দুল হান্নান, কনা আক্তার, মুনিয়া আক্তার, রুবি আক্তার, শাহরিয়ার ইসলাম, এম কে আমিন, শেখ মিলন, ইসরাত জাহান, তাহমিনা আইরিন, সাকিব আল হাসান, শিহাব উদ্দিন, নাহিদ, ওলিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা