আইয়ুব খানের প্রতিবাদ করেও, তাঁর হাত থেকেই সম্মাননা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

শওকত ওসমানের লেখা ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২১ জানুয়ারি বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমনের সঞ্চালনায় শুরুতেই যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ ‘ক্রীতদাসের হাসি’ বইয়ের সারসংক্ষেপ তুলে ধরেন। এরপর একে একে সবাই বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপন্যাসটির লেখক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান উল্লেখ করে ছদ্মনামে বইটি লেখার কারণও তুলে ধরা হয়।

বন্ধু বাপ্পি তাঁর আলোচনায় পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের ‘ফ্রেন্ডস নট মাস্টার্স’ বইটির কথা উল্লেখ করে জানান, ‘পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালি জাতির বাক্‌স্বাধীনতা হরণ করার পরেও নির্লজ্জভাবে বাঙালি জাতি খুশিতে আছে বলে বহির্বিশ্বে প্রচার করে। ক্রীতদাসের হাসি বইটির মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর এহেন কার্যক্রম রূপকের মাধ্যমে প্রতিবাদ করেন। আবার আইয়ুব খানের হাত থেকেই এই বইটির জন্য লেখক আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি ফয়সাল আহমেদ, সহসভাপতি তাহসিন সরোয়ার, আবদুল্লাহ আল রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাসান, সহসাংগঠনিক সম্পাদক নিসু আক্তার, নাহিন জামান সিদ্দিকী, দপ্তর সম্পাদক শিহাব হিফজু, প্রশিক্ষণ সম্পাদক রাব্বি হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাগর দেবনাথ, ম্যাগাজিন সম্পাদক নুসরাত জাহান, বইমেলা সম্পাদক রোকসানা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুমা আক্তার, প্রত্যাশা অন্তরা, কৌশিকী সাহাসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা