ফেনী মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুই জন বীর মুক্তিযোদ্ধা
ছবি: বন্ধুসভা

আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ফেনীকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীমুক্ত ঘোষণা করা হয়। সকাল থেকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে ফেনী শহরে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

ফেনী শহরবাসী ৫ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদর বাহিনীর সশস্ত্র মহড়া দেখেছিলেন। ফলে সকালে ‘জয় বাংলা’ স্লোগান শুনে অনেকে হকচকিত হয়ে ওঠেন। অনেকে মুক্তিযোদ্ধাদের এ স্লোগান প্রথম বিশ্বাস করতে পারেননি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিচিত মুক্তিযোদ্ধাদের মিছিলে দেখতে পান। তখন লোকজনের ভুল ভাঙতে শুরু করে এবং ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণ মানুষ মিছিলে যোগ দিতে থাকেন।

সভায় উপস্থিত বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

দিনটি স্মরণ করতে আজ বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে ফেনী বন্ধুসভা। প্রথম আলোর ফেনী অফিসে এটি অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, উপদেষ্টা মো. আবুল খায়ের ও সভাপতি অধ্যক্ষ আবদুল হালিম।

ফেনী মুক্ত দিবসের ইতিহাস পাঠ করেন সহসভাপতি মনিকা রায় ও বিজয় নাথ। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাত আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী, সহসভাপতি বিজয় নাথ, মনিকা রায়, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লোকমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, আমিনুল ইসলাম, দিপন চন্দ্র দাস, জাইমা ইসলাম প্রমুখ।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা