জাতির বীর সন্তানদের স্মরণ করল নারায়ণগঞ্জ বন্ধুসভা
মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবদীপ্ত দিন। বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে আসে এই দিন। ৩০ লাখ মানুষের প্রাণ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের বুকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
মহান স্বাধীনতাযুদ্ধের সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। শনিবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়। স্মরণ করা হয়েছে স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা, বুদ্ধিজীবীসহ সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগী সব শহীদকে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ভবানী শংকর রায়, আইনজীবী জিয়াউর ইসলাম কাজল, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, সাবেক সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুজ্জামান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম, মাইনুল ইসলাম, অর্পিতা হোসেন, সুমাইয়া আক্তার, প্রথম আলোর আলোকচিত্রী দীনার মাহমুদসহ অন্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে নারায়ণগঞ্জের কালীবাজারে প্রথম আলো বন্ধুসভা অফিসে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা