পাবনা বন্ধুসভার পাঠচক্রে বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’

পাবনা বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

‘কৃষ্ণকান্তের উইল’ বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়।

উপন্যাসটি তৎকালীন বাংলা সমাজের বিভিন্ন দিক তুলে ধরে। কাহিনির কেন্দ্রবিন্দু কৃষ্ণকান্ত। একজন ধনাঢ্য জমিদার। তাঁর মৃত্যুর পর উইল নিয়ে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। উইলটি সামাজিক ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন উত্থাপন করে।

‘কৃষ্ণকান্তের উইল’ বইটি নিয়ে পাঠচক্র করেছে পাবনা বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি বিকেলে প্রথম আলোর পাবনা অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মিতুসি।

পাঠচক্র শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক সোহানুর রহমান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আতকিয়া ফারজানা, কার্যনির্বাহী সদস্য প্রিতম, রিফাতসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা