বন্ধুসভায় নতুন নেতৃত্বের সৃষ্টি হয়

উপদেষ্টাদের সঙ্গে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বন্ধু সংগ্রহ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা। ১৮ ও ১৯ অক্টোবর চলে এ সংগ্রহ। বন্ধুত্বের এই বৃক্ষে দুই দিনে প্রায় আড়াই শ বন্ধু শামিল হয়েছেন।

ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনকে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত করতে ছিল আড্ডা, গান, খেলাধুলাসহ নানা চমকপ্রদ ও আকর্ষণীয় সব পর্ব।

নতুন বন্ধু সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আবদুল বাছেত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ফজলুল হক পলাশ, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহজীব-উল ইসলাম, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম প্রমুখ।

সহযোগী অধ্যাপক তাহজীব-উল ইসলাম বলেন, ‘বন্ধুসভা একটি সামাজিক সংগঠন; যারা নতুন নতুন বন্ধুদের নিয়ে মানবিক, সৃজনশীল, জনকল্যাণমুখী কাজ করে থাকে। এ ছাড়া এখানে নতুন নেতৃত্বের সৃষ্টি হয়। এই সংগঠনে যোগ দেওয়ার অনেক সুবিধা রয়েছে।’

সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘বন্ধুসভায় যুক্ত হওয়ার মাধ্যমে জীবনে নতুন উদ্দীপনা পাওয়া যায়। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটে। ভিন্ন ভিন্ন কাজের অভিজ্ঞতা জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করে।’

ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআইইউ বন্ধুসভার সভাপতি আবদুল মুনয়িম সরকার, সাধারণ সম্পাদক খালিদ হাসানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও বন্ধুরা।

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা