গাজীপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদ

গাজীপুর বন্ধুসভার উদ্যোগে শিশুরা পেল নতুন জামাছবি: বন্ধুসভা

সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করে গাজীপুর বন্ধুসভা। এর অংশ হিসেবে ৫১ শিশুকে নতুন পোশাক ও ৫০টি পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন বন্ধুরা। ২২ মার্চ পশ্চিম জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি, সেমাই, গুঁড়া দুধ, পোলাওয়ের চাল ও নুডলস। উপহার নিতে আসা পারভীন বেগম (৫৫) বলেন, ‘বাজারে গেলে দাম শুইন্না ঈদের লাগি বেশি কিছু কিনতে পারি নাই। আপনেগো লাইগা অনেক দোয়া করমু।’

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা। তিনি বন্ধুদের ভালো কাজে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা