সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোটাই চ্যালেঞ্জ

(বাঁ থেকে) সাহারা আক্তার লিমা, পি কে প্রজ্ঞা রায় ও আফিয়া রহমান প্রত্যাশাছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। এবারের বিতর্কের বিষয় ছিল ‘নীরব থাকার দায়’, ‘যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়’ ও ‘কতবার ভেবেছিনু’। সারা দেশ থেকে শিক্ষার্থীরা বিতর্কের ভিডিও তৈরি করে পাঠান। সেগুলোর মধ্য থেকে বিচারকদের যাচাই বাছাইয়ের ভিত্তিতে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৮ মার্চ রাত আটটায় অনলাইন জুম অ্যাপে আয়োজিত বন্ধুসভার নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ভূপর্যটক, অ্যান্টার্কটিকা অভিযাত্রী ও গবেষক মহুয়া রউফ। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহারা আক্তার লিমা, প্রথম রানার আপ রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী পি কে প্রজ্ঞা রায় এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রংপুরের লায়নস স্কুল অ্যান্ড কলেজের আফিয়া রহমান প্রত্যাশা। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আরও পাঁচজনকে বিশেষ সনদ দেওয়া হবে। তাঁরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুমনা আক্তার জান্নাত, চাঁদপুরের আল আমিন স্কুল অ্যান্ড কলেজের আজরিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তানজিলা আক্তার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সুমাইয়া রওশন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রাবেয়া বসরী।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অ্যান্টার্কটিকা অভিযাত্রী মহুয়া রউফ একজন নারী হয়ে একা ভ্রমণ করতে গিয়ে সমাজের বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাকে প্রায়ই শুনতে হয়, আপনি একা ভ্রমণ করেন কেন? সন্তানেরা সঙ্গে নেই কেন? অথচ আমি যে একজন আলাদা মানুষ, ট্রাভেলার; আর একটা পরিবারে সবাই ট্রাভেলার হবে না, এটাই তো স্বাভাবিক। নারীদের নিয়ে মানুষ বা সমাজের এই দৃষ্টিভঙ্গি বদলানোটাই আমাদের চ্যালেঞ্জ।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা রাশেদা রওনক খান বলেন, ‘নারীর শক্তি আছে, সামর্থ্য আছে। কিন্তু নারীকে দমিয়ে রাখা হয়। সেই জায়গা থেকে আসলে নারীদের জন্য একটা দিবসের প্রয়োজন হয়। এটা প্রতিষ্ঠা করা যে নারীর অধিকার আছে।’

প্রথম আলোর হেড অব ক্রাইম, রিপোর্টিং রোজিনা ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষ এটা ভাবতেই পারে না যে একজন নারী একা একা কাজ করতে পারে, একা একা সব জায়গায় যেতে পারে। আমার এটা সম্মুখীন হতে হয়। তাই বুঝতে পারি, একজন সাধারণ মেয়ের কত কিছুর মুখোমুখি হতে হয়। আবার এটাও বলতে হবে, আমাদের নারীরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘এখনো আমাদের দেশের বড় একটি অংশ নারীর প্রতি ভালো মনোভাব পোষণ করে না। সেই জায়গা থেকে একটা দিন নারীদের জন্য বিশেষভাবে আলোচনা করা, সম–অধিকার নিয়ে কথা বলা; এগুলো খুবই গুরুত্বপূর্ণ।’

বিচারকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি সাইমুম মৌসুমী বৃষ্টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটারস অ্যাসোসিয়েশন অব সুফিয়া কামাল হলের সাবেক সভাপতি ফাহমিনা বর্ষা ও গোল্ড বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা।

বিতর্কবিষয়ক সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ