নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে ঘুড়ি উৎসবছবি: বন্ধুসভা

ছোটবেলায় আকাশে পাখির ওড়া দেখে উড়তে ইচ্ছে করেনি, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু নিজেরা উড়তে না পারলেও নাটাই হাতে ঘুড়িকে আমরা কমবেশি সবাই উড়িয়েছি। শরতের নীল আকাশে পেঁজা তুলো মেঘের সঙ্গে ঘুড়িকে উড়িয়ে নিয়ে যাওয়ার স্মৃতি না থাকলে শৈশব পূর্ণ হতো না।

ঘুড়ি উড়াচ্ছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

পৌষের শীতে যখন রোদের দেখা মেলে, তখন মাঠে মাঠে ঘুরে ঘুড়ি উড়ানোর মতো আনন্দময় শৈশব হয়তো সবারই আছে। সেই শৈশবে— নিজেরা উড়তে না পারলেও ঘুড়ি উড়ানোয় রঙিন হয়ে উঠত সময়টা। সেই শৈশবকে ফিরিয়ে আনতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ঘুড়ি উৎসব।

১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপদেষ্টা ড. বিপ্লব মল্লিক। বন্ধুসভার বন্ধুরা ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও উৎসবে অংশগ্রহণ করেন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা