বাংলা বর্ণমালায় ভাষাশহীদদের স্মরণ

বাংলা বর্ণমালায় লিখে ভাষাশহীদদের স্মরণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান
ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘শহীদদের স্মরণ করি বাংলা বর্ণমালায়’ শীর্ষক অনুভূতি লিখনের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২০ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটায় এটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান।

নিজের ভাষায় শহীদদের প্রতি অনুভূতি ও শ্রদ্ধা প্রতিফলিত হয় ব্যানারে। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ভাষাশহীদদের প্রতি বাংলা বর্ণমালায় অনুভূতি লিখে প্রকাশ করেন।

দেয়ালিকার সামনে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আসাদুজ্জামান বলেন, ‘আমরা যেন এই অনুষ্ঠানের পরই ভাষাচর্চাকে ছেড়ে না দিই। বাংলাকে সব সময়ই যেন চর্চার মধ্যে রাখি। সবার মধ্যে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আনিছুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা প্রমুখ।

সহসাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা