‘প্রতিদিন সকালে ভোরের আলোর মতোই সত্যের আলো ছড়াচ্ছে প্রথম আলো। সত্যের সঙ্গে, ভালোর সঙ্গে আছে তারা। তাই আমরাও প্রথম আলোর সঙ্গে আছি।’ ১০ নভেম্বর টাঙ্গাইলে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে বক্তারা এসব কথা বলেন।
‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনশন সেন্টারে টাঙ্গাইল বন্ধুসভার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সংগঠক বাদল মাহমুদ, হারুন অর রশিদ, কবি মাহমুদ কামাল, এস আকবর খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখশ ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর।
এর আগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সবশেষে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। গান গেয়ে শোনান বন্ধু শুভ শঙ্কর ও শামিমা নাসরিন, কবিতা আবৃত্তি করেন রেণু আক্তার এবং নৃত্য পরিবেশন করেন স্বর্ণা কর্মকার।
সেখানে আরও উপস্থিত ছিলেন সংগঠক নুরুল ইসলাম, মতিন তালুকদার, হিমায়েত হোসেন, হাবিবুর রহমান, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা এম আই খান সাদী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ফেরদৌস শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা