মাদককে একেবারেই নয়, খেলাধুলায় করব জয়

নোয়াখালী বন্ধুসভা প্রিমিয়ার লিগের একটি ম্যাচের দৃশ্যছবি: বন্ধুসভা

জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার পাশাপাশি বন্ধুসভা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা করে থাকে। বন্ধুসভার বন্ধুরা মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা হতে পারে অন্যতম হাতিয়ার। তাই ‘মাদককে একেবারেই নয়, খেলাধুলায় করব জয়’ স্লোগানে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করল নোয়াখালী বন্ধুসভা প্রিমিয়ার লিগ-২০২৪। এটি নোয়াখালী বন্ধুসভার ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর।

৯ ফেব্রুয়ারি জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রিমিয়ার লিগের এবারের আসর। জমজমাট এই টুর্নামেন্টে অংশ নেয় নোয়াখালী বন্ধুসভার সাবেক চার সভাপতির নেতৃত্বে চারটি দল। দলগুলো হলো—সাবেক সভাপতি কামাল হোসেনের সুবর্ণ ওয়ারিয়র্স, হাসান সবুজের মাইটি মাইজদী, মহিউদ্দিন রাতুলের স্টেক ভ্যালি স্ট্রাইকার্স ও মাহফুজ আহমেদ চৌধুরীর মাইজদী চ্যালেঞ্জার্স। এবারের আকর্ষণ ছিল মেয়ে বন্ধুদের অংশগ্রহণ। প্রতিটি দলে ১১ জনের মধ্যে ২ জন করে মেয়ে বন্ধু ছিলেন। প্রতিটি ম্যাচ আট ওভারে অনুষ্ঠিত হয়। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আম্পায়ার অপু মজুমদার।

চ্যাম্পিয়ন হয় মহিউদ্দিন রাতুলের স্টেক ভ্যালি স্ট্রাইকার্স
ছবি: বন্ধুসভা

বাছাইপর্বের ছয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হয়। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে কামাল হোসেনের সুবর্ণ ওয়ারিয়র্সকে তিন রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহিউদ্দিন রাতুলের স্টেক ভ্যালি স্ট্রাইকার্স। দুর্দান্ত লড়াই করে মাইটি মাইজদী ও মাইজদী চ্যালেঞ্জার্স টিম।

বন্ধুরা খেলার সময় ভিন্ন টিমে থাকলেও টুর্নামেন্ট শেষে সবাই একসঙ্গে আনন্দ করেছেন। জয় কিংবা হার কখনোই মুখ্য ছিল না। যেন জিতেছেন বন্ধুসভার বন্ধুরা। বিকেল চারটায় হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজের রাহমান এবং উপদেষ্টা ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাসব সরকার। মাহফুজের রাহমান বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা সব সময় ভালো কাজের সঙ্গে থাকেন। বর্তমানে ছেলেমেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ করতে খুব একটা দেখা যায় না। নোয়াখালী বন্ধুসভার খেলাধুলার আয়োজনগুলো তাদের খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। এটিও একটা ভালো কাজ।’

মাহফুজের রাহমান আরও বলেন, ‘সকাল থেকে শেষ পর্যন্ত আমি সব কটি খেলা দেখেছি। সবাই অনেক মজা করেছে। আমিও উপভোগ করেছি। তোমরা ঠিকমতো খাওয়াদাওয়া করবে, খেলাধুলা করবে। তাহলে শরীর ও মন ভালো থাকবে।’ বাসব সরকার বলেন, ‘প্রতিবছর নোয়াখালী বন্ধুসভার ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত থাকার চেষ্টা করি। এবারের আয়োজনটিও ভালো হয়েছে। সুস্থ জীবন গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই।’

সভাপতি, নোয়াখালী বন্ধুসভা