সামাজিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উপহার পেল সাতক্ষীরা বন্ধুসভা
পাঠকই প্রথম আলোর প্রাণ। প্রথম আলো বন্ধুসভা এই পাঠকদেরই সংগঠন। সংগঠনটি সামাজিক, দক্ষতা উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, সাহিত্য ও বিনোদন এবং চিত্তবিনোদনমূলক নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী এবং সুশীল সমাজের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
এমনই বিভিন্ন সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গাছের পাঠশালা সংগঠনের পক্ষ থেকে ‘পরিবেশ বন্ধু’ হিসেবে ফলদ ও ভেষজ গাছের চারা উপহার পেল সাতক্ষীরা বন্ধুসভা। ৩০ জুলাই গাছের পাঠশালা, কৃষি ক্লাব ও কৃষি জাদুঘরের কাছ থেকে এই উপহার গ্রহণ করেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি কর্ণ বিশ্বাস, প্রচার সম্পাদক তারিক ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক মোকাররম বিল্লাহ। আরও ছিলেন গাছের পাঠশালা, কৃষি ক্লাব ও কৃষি জাদুঘরের পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন।
ইয়ারব হোসেন বলেন, ‘প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। সাতক্ষীরা বন্ধুসভা এই জেলার একটি পরিশ্রমী দক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন। আমি তাদের সমৃদ্ধি কামনা করছি।’
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা