নোবিপ্রবি বন্ধুসভার নবীনবরণ ও বৃক্ষরোপণ
‘প্রতিদিনেই নবীন বাড়বে,
প্রবীণ হবে সবাই।
আদর্শকে পুঁজি করে
থাকব মোরা ভাই-ভাই।’
নিজেদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের সেবায় নিয়োজিত রাখতে নোবিপ্রবি বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছে একঝাঁক নতুন সতেজ প্রাণ। ১৫ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাঁদেরকে বরণ করে নেওয়া হয়েছে। একই দিন অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
নবীনবরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও নোবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা সৈয়দ মো. সিয়াম, অর্থনীতি বিভাগের প্রভাষক আফরিদা জিননুরাইন উর্বী, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহিন কাদির ভুঁইয়া প্রমুখ।
অতিথিরা বলেন, প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা হোক গাছের মতো পরোপকারী। তীব্র দহনে গাছের মতো ছায়া দিয়ে পাশে থাকুক দেশের মানুষের। ভালোর সঙ্গে থেকে আলোর পথে আলোকিত হয়ে দেশ ও জাতিকে আলোকিত করুক।
অর্থ সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা