ফরিদপুর বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভা

ফরিদপুর বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভাছবি: শুভ কুমার বিশ্বাস

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে ফরিদপুর বন্ধুসভা। ৩১ জানুয়ারি বিকেলে প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার ব্যক্তিগত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে মাসিক সভায় অংশ নেন বন্ধুরা।

পাঠচক্রে বন্ধুরা বইটি নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন বন্ধু শম্পা কোমল, সজীব পাল, বিথি সাহা, অ্যামিয়েল বসু, প্রণব বিশ্বাস, প্রান্ত ঘোষ ও তাওহিদুজ্জামান খান।

পাঠচক্র শেষে মাসিক সভায় ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু লক্ষ্মণ চন্দ্র মণ্ডল, সুব্রত পাল, মানিক কুন্ডু, রফিকুল ইসলাম, সুমিত বসু, শ্যামল মণ্ডল, শুভ কুমার বিশ্বাস ও বাঁধন পাল।

যুগ্ন সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা