কবি কিশোরীমোহন সরকারের লেখা ‘বিদ্যাসাগর প্রীতিলতা বঙ্গবন্ধু ও দু–একটি ছিন্নভাবনা’ বইয়ের ওপর পাঠচক্র ও সাহিত্য আড্ডা করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১৬ জুন বিকেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের সাতক্ষীরার বাড়িতে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রীতিলতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী–সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কবি ও শিক্ষক গাজী মোমিন উদ্দিন, কবি ও আবৃত্তিশিল্পী দিলরুবা রুবী, কবি সালাউদ্দিন রানা ও কবি শিরিন সিদ্দিকী। তাঁরা বলেন, যৌথভাবে জ্ঞানচর্চার নাম ‘পাঠচক্র’। সাহিত্য, দর্শন, বিজ্ঞানসহ সব বিষয়ের জটিল ও তাত্ত্বিক দিকগুলো যৌথভাবে বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা করে সঠিক ধারণায় পৌঁছানোর সহজ জায়গা হচ্ছে পাঠচক্র।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘বিদ্যাসাগর প্রীতিলতা বঙ্গবন্ধু ও দু–একটি ছিন্নভাবনা’ বইয়ের লেখক কবি কিশোরীমোহন সরকার, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, প্রচার সম্পাদক তারিক ইসলাম, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, বন্ধু ইমতি জামিল, মো. রহমতুল্লাহ, আজহারুল ইসলাম, মো. পারভেজ, তাসনিয়া হামিদ, শামিম রেজা, সিফাত হোসেন, ইফতি জামিল, মরিয়ম আক্তার, শঙ্কর কুমার রায়, কিরনময় সরকার, প্রাশান্ত কুমার গাইন, দীপশিখা সরকার, তনুশ্রী মণ্ডল প্রমুখ।