জ্যৈষ্ঠ মাসে ডালাভর্তি বাহারি ফলের স্বাদ

অতিথিদের সামনে টেবিলে সাজানো নানা রকম ফল
ছবি: বন্ধুসভা

গ্রামের কৃষকের বাগান থেকে শহরের বাজার সর্বত্রই এখন রসাল ফলে ভরপুর। জৈষ্ঠ্যের এ মাসে ডালাভর্তি বাহারি সব ফলের স্বাদ নিতে বগুড়া বন্ধুসভার বন্ধুরা ২ জুন বিকেলে মেতে ওঠেন ‘ফল উৎসবে’। বগুড়া শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত উৎসবে হরেক রকম ফলের রসের স্বাদ নেওয়ার পাশাপাশি ছিল গান, আড্ডা, গুণীজনের কথা ও র‍্যাফল ড্র।

বিকেল পাঁচটায় গুণীজনের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। শৈশবের দিনগুলোয় জৈষ্ঠ্যের এ মাসে ফল খাওয়ার স্মৃতিচারণ করেন কবি বজলুল করিম বাহার, বীর মুক্তিযোদ্ধা ও চিকিৎসক আরশাদ সায়ীদ, বগুড়া বন্ধুসভার উপদেষ্টা সুইন চৌধুরী, উপদেষ্টা শাহিনুর ইসলাম ও সংগঠক ফারুকুল হাসান।

উৎসবে অংশ নেওয়া বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

বগুড়া বন্ধুসভার সভাপতি চিকিৎসক সামির হোসেন মিশুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক চন্দন কুমার রায়, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন, টুকটুক হাসান, আইনজীবী তারেক হাসান, ব্যবসায়ী কামরুল ইয়েনেনু, ছড়াকার আমির খসরু, কবি ফাতেমা ইয়াসমিন প্রমুখ।

এক দিন আগে থেকেই চলে উৎসবের প্রস্তুতি। চন্দন কুমার রায়ের নেতৃত্বে বন্ধু নকিব হাসান ও শামিম হোসেন বাজার ঘুরে ঘুরে মৌসুমি ফল সংগ্রহ করেন। উৎসব মঞ্চ সাজানোসহ সাজসজ্জায় সহযোগিতা করেন নারী বন্ধুরা। ফলের মধ্যে ছিল আম, জাম, কলা, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, লিচু, জামরুল, খেজুরসহ প্রায় ২০ পদের মৌসুমি ফল।

উৎসবে বাউল গান পরিবেশন করেন বাউলশিল্পী কিরণ। সবশেষে হয় আকর্ষণীয় র‍্যাফল ড্র। বিজয়ীদের রঙিন ডালাভর্তি ফল উপহার দেওয়া হয়। উৎসবে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরাও অংশ নেন।

যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া বন্ধুসভা