‘প্রথম আলো সর্বদা ন্যায় ও সত্যের কথা বলে’

দিনাজপুরে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: অনুপ রায়

যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। সত্যে তথ্যে আমাদের কর্মব্যস্ত জীবনে সকালের সূর্যের আলোর পরেই চোখে পড়ে প্রথম আলো। সেই আলো দেখায় দেশের সামগ্রিক অবস্থা। ভালোর সাথে আলোর পথের পথচলায় প্রথম আলো এবার রজতজয়ন্তীর মাইফলক অতিক্রম করেছে। ছাপা কাগজে ৫০ লাখের বেশি পাঠকের সঙ্গে তাদের এই পথচলা দীর্ঘ থেকে দীর্ঘ করতে আনন্দ আয়োজন ও সুধী সমাবেশ করেছে দিনাজপুর বন্ধুসভা।

৬ নভেম্বর, বিকেল ৪টায় দিনাজপুর শহরের কলেজ মোড় এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির মুক্তমঞ্চে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৫ পেরিয়ে ২৬ বর্ষে পদার্পণ উপলক্ষে ২৫টি প্রদীপ প্রজ্বালন করে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। স্বাগত বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘প্রথম আলো সর্বদা ন্যায় ও সত্যের কথা বলে। গৌরবের সঙ্গে আজ ২৫তম বর্ষ পেরিয়ে ২৬–এ পদার্পণ করলাম। সব পাঠক ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আস্থা রাখুন, ভালোর সাথে থাকুন।’

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক বলেন, ‘শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে আছি। আজীবন থাকব। প্রথম আলো আমাদের সমাজে আস্থার প্রতীক। সত্যে তথ্যে এগিয়ে চলুক।’

দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা ডা. ডি সি রায় বলেন, ‘অন্যান্য সচেতন ও বিবেকবান মানুষের মতো আমারও দিন শুরু হয় প্রথম আলো দিয়ে। এতগুলো পত্রিকা, তার মধ্যে প্রথম আলোর স্থানে উপচে পড়া ভিড়, বিষয়টি সত্যিই আনন্দের। প্রথম আলোর সব কার্যক্রম আমার ভালো লাগে। বিশেষ করে বন্ধুসভার বহুমুখী প্রতিভার বন্ধুরা যখন তাদের প্রতিভা বিকাশ করে, এটা আমাকে খুবই মুগ্ধ করে। এ জন্য বিশেষ ধন্যবাদ জানাই প্রথম আলোকে।’ দিনাজপুর বন্ধুসভার সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রথম আলো এবং বন্ধুসভার সঙ্গে বহুদিনের পথচলা। প্রথম আলো তার আলো ছড়িয়ে সবাইকে আলোকিত করছে। আজকের এই বর্ণিল আয়োজনে এসে খুবই গর্ববোধ করছি।’

প্রথম আলোর সেরা শিক্ষক সম্মাননা পাওয়া মো. ফজলুর রহমান বলেন, ‘প্রথম আলো আস্থা ও অনুপ্রেরণার আরেক নাম। দেশসেরা শিক্ষক হিসেবে আমাকে নির্বাচিত করে যে সম্মাননা দিয়েছে, আমি আজীবন কৃতজ্ঞ। প্রথম আলো এভাবেই ভালোর সাথে থাকুক, সত্যকে তুলে ধরুক।’

আনন্দঘন এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘মাটির কাঁসার’ শিল্পীদের পরিবেশনায় জমকালোভাবে উদ্‌যাপিত হয় অনুষ্ঠানটি। বাউল আসরে জমে ওঠে মুক্তমঞ্চ। এ ছাড়া বন্ধুদের গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় রজতজয়ন্তী উৎসব। সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী।

আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী আবদুস সাত্তার, দিনাজপুর বন্ধুসভার সহসভাপতি সাব্বির হাসান, সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, দপ্তর সম্পাদক বেলালুর রহমান, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আরিয়ানা চৌধুরী, অর্থ সম্পাদক খেয়া রানী রায়, বন্ধু মনোরঞ্জন সিংঘ, শুভজিৎ রায়, শবনম মুস্তারিন, ব্রততী বিশ্বাসসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা