নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণ
ছবি: বন্ধুসভা

৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং মানোন্নয়নে নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বন্ধুদের মধ্যে ৬০–এর অধিক বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়েছে। ৯ জুন নগরীর কালীবাজারে নারায়ণগঞ্জ বন্ধুসভার অফিসে এ কর্মসূচি পালন করা হয়।

জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ বিপর্যয়ের সম্মুখীন। এই বিপর্যয় সমগ্র মানবজাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন হয়ে পড়েছে পরিবেশ। এই বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বন্ধুদের মধ্যে বিতরণ করা বৃক্ষের মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

বন্ধুদের মধ্যে গাছের চারা বিতরণ
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মনিকা আক্তার, সহসভাপতি মো. হাসানুজ্জামান, মিরাজ রেজা, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমরান নাজির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান, বন্ধু মাইনুল ইসলাম, অর্পিতা হোসেনসহ অন্যান্য বন্ধুরা।