কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাসে কুষ্টিয়ায় জিপিএ-৫ সংবর্ধনা

কুষ্টিয়ায় জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনাছবি: বন্ধুসভা

জমকালো আয়োজনে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো ‘জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪’। ৩ জুলাই জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। সকালে কুষ্টিয়ার আকাশ ছিল মেঘে আবৃত। সেটি উপেক্ষা করে সকাল আটটা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

কুষ্টিয়ায় এ বছর সংবর্ধনার জন্য প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী নিবন্ধন করে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান।

এরপরই জেলার ১০ জন শিক্ষককে একসঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি কুষ্টিয়া বন্ধুসভার পক্ষ থেকে তাঁদের উপহার দেওয়া হয় একটি করে গাছের চারা।

কুষ্টিয়ায় জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ছবি: বন্ধুসভা

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাদিরা খানম বলেন, ‘তোমরা এই সাফল্য ধরে রাখবে। কোনো অসুস্থ প্রতিযোগিতায় না গিয়ে যে যেটায় পারদর্শী, সেই লক্ষ্যে পড়াশোনা করবে।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘প্রথম আলো বাংলাদেশের জয় চায়। সেই জয়ের ভাগীদার, অংশীদার হবে তোমরা। ভালো প্রকৌশলী, ভালো চিকিৎসকের চেয়ে ভালো মানুষ হতে হবে। সেই লক্ষ্যে থাকতে হবে।’
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পী সুজন রহমান ও তানিয়া এবং লালনকন্যা শাহরিন সুলতানা মিম।
সমাপনী বক্তব্য দেন কুষ্টিয়া বন্ধুসভার বন্ধু ইমাম মেহেদী।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা