ব্রেন স্ট্রোকে আক্রান্ত বন্ধুকে অর্থ সহায়তা

ব্রেন স্ট্রোকে আক্রান্ত বন্ধুর পাশে মাদারীপুর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

হৈমন্তী সোমা মাদারীপুর বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক। ২০১৮ সাল থেকে বন্ধুসভার সঙ্গে যুক্ত। তিন মাস আগে চরমুগরিয়া কলেজে পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ব্রেন স্ট্রোক হয়। এতে শরীরের একটি অংশ অবশ হয়ে বর্তমানে অচল। মুখমণ্ডল ও একটি হাত বেঁকে গেছে। রাজধানী ঢাকাসহ মাদারীপুরের বেশ কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে হৈমন্তী সোমার চিকিৎসায় তাঁর পাশে দাঁড়িয়েছে মাদারীপুর বন্ধুসভা। ৩১ অক্টোবর প্রথম ধাপে চিকিৎসার খরচ হিসেবে তাঁর পরিবারের কাছে নগদ কিছু অর্থ তুলে দিয়েছেন বন্ধুরা। আগামীতে আরও দেওয়া হবে বলে জানান সভাপতি ডাক্তার অখিল সরকার।

হৈমন্তী সোমার বাবা জলিল মৃধা মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালের কর্মচারী। অর্থের অভাবে ঠিকভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না। সোমার পরিবার জানিয়েছে, ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে বলেছেন।

সোমার মা নাজমা বেগম বলেন, ‘সুস্থ মেয়েটা আমার হঠাৎ কী থেকে কী হয়ে গেল। মেয়েটা জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। এই তিন মাসে এরই মধ্যে তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। আর খরচ চালাতে পারছি না। চিকিৎসকেরা ভারতে নিতে বলেছেন। ওখানে নিতে যে খরচ হবে, তা আমাদের কাছে নেই। আপনারা ওর বিপদে এগিয়ে এসেছেন বলে চির কৃতজ্ঞ থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, প্রচার সম্পাদক হাবিবুর রহমানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, মাদারীপুর বন্ধুসভা