লেম্বুর বন ও লাল কাঁকড়ার চরে বনভোজন

বনভোজনে একটি সুন্দর মুহূর্তে বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

শহরের কোলাহল ছেড়ে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম দিকে লেম্বুর বন নামক স্থানে ২৩ মার্চ কুয়াকাটা বন্ধুসভার বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজনে এবারই প্রথম একত্রিত হলেন বন্ধুরা।

সকাল ১০টায় বন্ধুরা স্থানীয় একটি হোটেলে একত্রিত হয়ে পরে অটোরিকশাযোগে লেম্বুর বনে পৌঁছান। সেখানে চলে গানের আসর, আড্ডা ও মজার সব খেলাধুলা।
ছেলে ও মেয়েরা দুটো দলে ভাগ হয়ে গানের প্রতিযোগিতার আয়োজন করেন। ছেলেদের দলে বন্ধু সাব্বির রহমান এবং মেয়েদের দলের নেতৃত্বে ছিলেন শিলা মিত্র। এ ছাড়া কবিতা ও আড্ডায় আয়োজনকে প্রাণবন্ত করে রাখেন অন্য বন্ধুরা।

দুপুরের খাবারের আয়োজনে থাকে দেশি খাবার ভাত, বেগুন ভাজা, টমেটো ভর্তা, মুরগি ও ডাল। খাবার শেষে সবাই মিলে অটোরিকশাযোগে লাল কাঁকড়ার চরে ঘুরতে যান। সেখানে লাল কাঁকড়ার ছুটোছুটি ও সূর্যাস্ত দেখা যেন দিনের সেরা প্রাপ্তি।

বনভোজনের আয়োজনে সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ দেন কুয়াকাটা বন্ধুসভার আহ্বায়ক মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন কলাপাড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক, কলাপাড়া বন্ধুসভা