বন্ধুসভার ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’

বন্ধুসভার ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’
গ্রাফিকস: শাকিব হাসান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতার জন্য সারা দেশের স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের কাছ থেকে ভিডিও আহ্বান করা হচ্ছে। প্রেরিত ভিডিওগুলো মূল্যায়ন শেষে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট পাঁচজনকে বিশেষ সনদ দেওয়া হবে।

‘জাগো নারী বহ্নি শিখা’, ‘আমার আমি’ ও ‘গাহি সাম্যের গান’—তিনটির যেকোনো একটি বিষয়ে সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও তৈরি করতে হবে। ভিডিও পাঠানোর শেষ সময় ৭ মার্চ দুপুর ১২টা। ৯ মার্চ বন্ধুসভা আয়োজিত অনলাইন অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিচারক থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফাল্গুনী মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক তাওহিদা জাহান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক বিতার্কিক ইসরাত জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সাইমুম বৃষ্টি ও ফাহমিনা বর্ষা।

নিয়মাবলি

* প্রত্যেক বিতার্কিক উপরের যেকোনো একটি বিষয়ে তিন মিনিটের একটি ভিডিও বক্তব্য রেকর্ড করে নিচের ই–মেইলের গুগল ড্রাইভে লিংকটি পাবলিক অথবা এনিওয়ান উইথ দ্য লিংক একসেস পারমিশনসহ পাঠাবেন।
* ভিডিওর শুরুতেই বিতার্কিকের নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও বিতর্কের বিষয় উল্লেখ করে মূল বক্তব্য শুরু করতে হবে।
* ৩ মিনিটের অতিরিক্ত সর্বোচ্চ ১৫ সেকেন্ড সময় নেওয়া যাবে। এরপর কোনো বক্তব্য বিচারকার্যের জন্য বিবেচ্য হবে না।
* বক্তব্য দেওয়ার সময় মার্জিত ও পরিপাটি পোশাকে কোলাহলমুক্ত এবং মুখের সামনের অংশে আলো থাকবে এমন স্থান বেছে নিয়ে ভিডিও ধারণ করতে হবে।
* ভিডিও ধারণের সময় মোবাইলের রোটেশন মুড অন করে আড়াআড়ি করে বক্তব্য দিতে হবে।
* ভিডিওতে কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করা যাবে না।
* ভিডিও ধারণ শেষে ভিডিওটি [email protected] ই–মেইল ঠিকানায় গুগল ড্রাইভে আপলোড করে পাঠাতে হবে। ই–মেইল/ড্রাইভের ডেসক্রিপশন অংশে বিতার্কিকের নাম, জেলা, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি ও মুঠোফোন নম্বর অবশ্যই লিখতে হবে৷
* বিতর্কে কোনো ব্যক্তিবিশেষ, সাংবিধানিক পদ বা অফিস, সরকার বা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া যাবে না।
* বিতর্কের বিচারকার্যে বিচারকদের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।