পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যাপিত হলো প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৮ নভেম্বর এটির আয়োজন করে পবিপ্রবি বন্ধুসভা।
অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি স্থানীয় অসচ্ছল মানুষের মধ্যে এক বেলা খাবার বিতরণ করেন বন্ধুরা।
আলোচনা পর্বে সত্যে তথ্যের পথে প্রথম আলোর পথচলা নিয়ে কথা বলেন বক্তারা। পাশাপাশি বন্ধুসভার পথচলার ইতিহাস, বিস্তার এবং সামাজিক পর্যায়ে এর প্রভাব তুলে ধরেন তাঁরা।
পবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারদ্বীন রহমান বলেন, ‘বন্ধুসভা তরুণদের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি আতিক রাহাত, সহসভাপতি ফারিহা তাসনিম, সাব্বির আহমেদসহ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারা।
সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা