দুস্থদের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

দুস্থদের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

আমরা যখন ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী দেওয়ার জন্য পথে পথে ঘুরে অসহায়দের তালিকা করছিলাম, তখন রেণু বেগম নামের ৬০ বছরের এক বৃদ্ধ বলেন, ‘আমার ঘরে আফনের সমান একটা প্রতিবন্ধী মাইয়া আছে, হাঁটত পারে না। আমার মাইয়ার লাইগা একটা থ্রি-পিস দিবেন, কইয়া দিলাম মা!’

নাম প্রকাশে অনিচ্ছুক ১৭ বছরের এক তরুণীকে নতুন পোশাক দেওয়ার কথা বললে সে বলে ওঠে, ‘খাইতে না পাইলে জামা দিয়া কী করমু? আমারে খাওনের জিনিস দিয়েন।’ তাদের মতো এমন আরও অনেককে নতুন জামা ও ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

ঈদের খুশি হোক সবার
ছবি: বন্ধুসভা

ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করতে ১৯ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ১১ জন পথশিশুকে নতুন জামা ও ৫টি দরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন বন্ধুরা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, চিনি, দুধ ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নাঈমা রিতা, বইমেলা সম্পাদক মারুফ হোসেনসহ অন্য বন্ধুরা।

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা