শিক্ষকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আলোর পাঠশালায় বন্ধুরা

বিশ্ব শিক্ষক দিবসে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকদের সম্মাননা দেয় শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

রোববার দিনটি ছিল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকদের জন্য একটি চমৎকার দিন। এদিন বিদ্যালয়ের ফটকে আসতেই একাধিক ফুল দিয়ে শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা জানায় শিক্ষার্থীরা। এমন উচ্ছ্বসিত ভালোবাসা পেয়ে আনন্দে ভরে ওঠে শিক্ষকদের মন। পরে আর্ট পেপারে রং দিয়ে শিক্ষার্থীদের হাতের ছাপ দেওয়া শুভেচ্ছা কার্ডও উপহার দেওয়া হয়। উপহার দেওয়া হয় বইও। সহযোগিতায় ছিল চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।

৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। দিনটি ছুটি থাকায় পরদিন এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালায় এটি অনুষ্ঠিত হয়।

পাঠশালার নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত খাতুন বলে, ‘ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম বিশ্ব শিক্ষক দিবসের কথা। আমরা শিক্ষার্থীরা ফুল নিয়ে অপেক্ষা করছিলাম ফটকে। যখনই কোনো শিক্ষক আসেন, তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। আর্ট পেপারে রং দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করে উপহার দিয়েছি। সবার সঙ্গে কেক কেটেছি। খুবই ভালো লেগেছে।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান বলে, ‘শিক্ষকেরা আমাদের পড়ানো থেকে স্কুলমুখী করতে নানা কষ্ট করে থাকেন। মা–বাবার মতোই আগলে রাখেন। এক দিন স্কুলে না এলে খোঁজ নেন। তাঁদের এ ভালোবাসা কখনোই ভুলব না। তাই তাঁদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করেছি।’

বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক সোনিয়া খাতুন বলেন, ‘আজ খুবই আনন্দিত। শিক্ষকজীবনে একটি স্মরণীয় দিন। শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। আমার মতো সব শিক্ষকই আবেগে আপ্লুত হয়েছেন। শিক্ষার্থীদের জন্য ভালোবাসা থাকবে চিরকাল।’

প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর জানান, ‘সকালে বিদ্যালয়ে প্রবেশ করতেই শিক্ষার্থীদের প্রাণঢালা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা পেয়ে মন ভরে গেছে। শিক্ষার্থীরা যে আমাদের অজান্তেই এমন সারপ্রাইজ রেখেছিল, তা ভাবতেই পারিনি। তাদের এ ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে।’ এ ছাড়া অনুষ্ঠানের আয়োজন করায় প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভাকে তিনি ধন্যবাদ জানান।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা