শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পুষ্পাঞ্জলি অর্পণছবি: বন্ধুসভা

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৬ ডিসেম্বর সকালে প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ অফিসের সামনে থেকে পুষ্পডালাসহ শোভাযাত্রা বের করেন বন্ধুরা। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করার মধ্য দিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সোনিয়া খাতুন, বন্ধু নাফিউল হাসান, মাসরুফা খাতুন, নাজিফা আনজুম, শাকিব ইসলাম, জোবায়ের আহমেদ, আহমেদ ওয়ালিদ, সোহান আলী, মেরাজুল ইসলাম, ফাহিম আসেফ, আলী আসগারসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা