নীলফামারী বন্ধুসভার পাঠচক্রে ‘শেষের কবিতা’
ছায়াঘেরা মাঠ ও পাখির কলরবে মুখর নীলফামারী সরকারি কলেজ চত্বর। এই মাঠের ফুল বাগানের পাশে ৪ মার্চ বিকেলে বসে নীলফামারী বন্ধুসভার নিয়মিত আয়োজন পাঠচক্রের আসর।
যুক্ত ছিলেন নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা নুরুল করিম, একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহমুদুল হাসান। তাঁদের উপস্থিতিতে পাঠচক্র ভিন্ন মাত্রা পায়।
নীলফামারী বন্ধুসভার সহসভাপতি নিপুণ রায়ের পরিচালনায় পাঠচক্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস নিয়ে আলোচনা করেন বন্ধুরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি রুবি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি শাহ, দপ্তর সম্পাদক তন্ময় রায়সহ অন্য বন্ধুরা।
‘শেষের কবিতা’ নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক নুরুল করিম। তিনি বলেন, ‘শেষের কবিতা’ আসলে কবিতা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।
মো. মাহমুদুল হাসান বলেন, বন্ধুসভা নিয়ে তাঁর পূর্ব–অভিজ্ঞতার কথা। তিনি নিজে একসময় বন্ধুসভায় যুক্ত থেকে বন্ধুসভার বই, সাহিত্য ও যুবসমাজ নিয়ে সুন্দর কাজ করার অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় তিনি বন্ধুসভার মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে বন্ধুসভার আয়োজনে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।