বিশ্ব কবিতা দিবস ছিল ২১ মার্চ। দিনটি উপলক্ষে কবিতা পাঠের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
কবি জীবনানন্দ দাশের ‘গোধূলি সন্ধির নৃত্য’ কবিতাটি পাঠ করেন সহসভাপতি উপমা দত্ত। কবিতা পাঠ শেষে ‘বন্ধুদের ভাবনায় কবিতা’ শিরোনামে কবিতা নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফ উদ্দিন বলেন, কবিতা হলো খোলা আকাশের মতো বিশাল। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না। কবিতা সব শৃঙ্খল থেকে মুক্ত।
সভাপতি পূজা রায় বলেন, ‘কবিতা আমাদের সহজ হতে শেখায়, আবার কবিতাই আমাদেরকে নানা পরিস্থিতিতে শক্তপোক্ত হতে শেখায়। কবিতা আমাদের জীবনবোধের এক দারুণ উৎসারণ।’
কবিতা পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংগঠনিক সম্পাদক পিয়াস রহমান, প্রশিক্ষণ সম্পাদক সাইমন হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রুবাইয়া সাদি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা