সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ

বামনপাড়া প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের হাতে জামালপুর বন্ধুসভার বন্ধুদের দেওয়া শিক্ষাসামগ্রীছবি: বন্ধুসভা

সালটা ২০০৭। জামালপুর সদরের বাইরের দিকের এলাকায় দুই বোন পলি নাসরিন ও রওশন বিপ্লবী হাঁটতে গিয়ে আবিষ্কার করেন এমন এক গ্রাম, যেখানে শিক্ষার আলোর ন্যূনতম উপস্থিতি নেই। এখানকার ছেলেরা প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হাল ধরত পরিবারের; যার হাতেখড়ি বাবা অথবা বড় ভাইয়ের মাধ্যমে। মেয়েরা ছিল অধিকাংশই বাল্যবিবাহের শিকার। এমন পরিস্থিতি দুই বোনের মনে দাগ কাটে এবং তাঁরা সিদ্ধান্ত নেন যে এখানে শিক্ষার আলো প্রস্ফুটিত করবেন।

সেই ভাবনা থেকে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন বামনপাড়া প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়। এখন পর্যন্ত তাঁদের নিরলস পরিশ্রমের মাধ্যমে গুটি গুটি পায়ে আলোর পথ দেখছে বামনপাড়া গ্রাম। ধীরে ধীরে পরিবর্তন আসছে গ্রামবাসীর মানসিকতায়ও। যদিও এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে পলি নাসরিন ও রওশন বিপ্লবীকে। কারণ, স্থানীয় অধিকাংশ মানুষ এমনিতেই শিক্ষাবিমুখ এবং আর্থিকভাবে সচ্ছল নয়। এ ক্ষেত্রে দুজন মানুষের পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করতে রীতিমতো হিমশিম খেতে হয়; তবু হাল ছাড়ার পাত্র নন তাঁরা। চালিয়ে যাচ্ছেন সর্বোচ্চটি দিয়ে।

শিক্ষাসামগ্রী হাতে শিশুশিক্ষার্থীদের উচ্ছ্বাস

জামালপুর বন্ধুসভার সভাপতি ডা. জাকারিয়া জাকি যখন এই প্রতিষ্ঠানের খোঁজ পান, তিনি সেখানে পরিদর্শনে যান এবং বেশ অবাক হন। মাত্র দুজন নারীর দ্বারা এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে। তখন তিনি ওই বিদ্যালয়ে জামালপুর বন্ধুসভার পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেন। লক্ষ করেন, বিদ্যালয়টিতে শিক্ষাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। সিদ্ধান্ত নেন শিক্ষাসামগ্রী বিতরণ করবেন, যাতে এলাকার শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি উৎসাহ পায়।

এরই পরিপ্রেক্ষিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বামনপাড়া প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জামালপুর বন্ধুসভা। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পলি নাসরিন খুশি হয়ে বলেন, ‘তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমাদের এই সংগঠন সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। প্রথম আলো পত্রিকায় তোমাদের কাজ দেখি নিয়মিত। এই শিক্ষাসামগ্রীগুলো শিশুদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে।’

শিক্ষাসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সহসভাপতি ডা. কাভী সেকান্দার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কানিজ ফাতেমা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম, বন্ধু রাসেল মিয়া, ফাহিম মোনায়েম, হামযা খান, জুই আক্তার, নিন্তনা, সানজিদা আক্তার, শফিউল্লাহ রিফাতসহ আরও অনেকে।

বন্ধু, জামালপুর বন্ধুসভা