‘যে যত বেশি বই পড়বে, তার চিন্তার জগৎ তত প্রসারিত হবে’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরসংগৃহীত

মার্কিন রম্যলেখক মার্ক টোয়েন বলেছেন, ‘ভালো বই এবং একটি শান্ত বিবেক; এটি আদর্শ জীবন।’

আদর্শ ছাত্রের পাশাপাশি প্রতিটি মানুষের প্রত্যাশা একটি আদর্শ জীবন। মার্ক টোয়েনের বিখ্যাত উক্তিটি আদর্শ জীবন গঠনের এক সহজ সমাধান। এই লক্ষ্যে বই পড়া ও এর প্রয়োজনীয়তা নিয়ে বিশ্ব বই দিবসে অনলাইন বই আড্ডা ও পাঠচক্রের আসর করে দিনাজপুর বন্ধুসভা।

২৩ এপ্রিল রাত ৯টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত বই ছিল কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা ‘সফল যদি হতে চাও’। সঞ্চালনা করেন সহসভাপতি সুব্রত সরকার।

পাঠচক্রে একে একে বইটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেন বন্ধুরা। কিশোর-তরুণদের উদ্বুদ্ধকরণে লেখক চমৎকারভাবে সাজিয়েছেন বইটিকে। উন্মোচন করেছেন পৃথিবীর সব মানুষের জীবনকাহিনি থেকে তুলে ধরা জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। বইটি সব বয়সী মানুষকেই দারুণভাবে অনুপ্রাণিত করবে।

পাঠচক্র শেষে বই আড্ডায় যুক্ত প্রত্যেক বন্ধুর কাছে শোনা হয় তাঁদের পড়া সেরা বই সম্পর্কে। আলোচনায় ওঠে আসে বিখ্যাত লেখকদের বিখ্যাত সব বইয়ের নাম। যেগুলোর মধ্যে রয়েছে নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কবিতা, রম্যরচনাসহ কল্পবিজ্ঞানের নানা বই।

বই আড্ডায় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে যত বেশি বই পড়বে, তার চিন্তার জগৎ তত প্রসারিত হবে। তাই তোমাদের উদ্দেশে বলতে চাই, তোমরা প্রচুর বই পড়ো। বই পড়লে যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, তেমনি রোজগারের জায়গাও তৈরি করতে পারবে। বই পড়লে, অর্জিত জ্ঞান কখনো বৃথা যাবে না। সব সময় বই পড়ার সঙ্গেই যুক্ত থেকো।’

প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘একজন শিক্ষার্থীর জীবনে প্রথম শ্রেণি থেকে সম্মান শ্রেণি পর্যন্ত ১৬টি শ্রেণি হয়। প্রতিটি শ্রেণিতে একজন শিক্ষার্থী যদি একটি করে বই পড়ে, তবু ছাত্রজীবনে ষোলটি বই পড়া হয়। যাঁরা বই পড়ছে না, তাঁরা বিকশিত হবে কী করে? আসুন সবাই বিশ্ব বই দিবসের মধ্য দিয়ে প্রতিনিয়ত বই পড়ার অঙ্গীকার করি। নিজেরা আলোকিত হই, আলোকিত সমাজ গড়ি।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহাজাহান সাজু, সভাপতি শুভ রায়, সহসভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, সহসাংগঠনিক সম্পাদক শবনম মুস্তারিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দীপু রায়, প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব রায়, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শুভজিৎ রায়, বন্ধু সাব্বির হাসান, নাজমুল ইসলাম, বেলালুর রহমান, আল আবিক উৎসসহ আরও অনেকে।

সভাপতি, দিনাজপুর বন্ধুসভা