কবি নজরুল স্মরণে আলোচনা সভা ও পাঠচক্র

আলোচনা সভা শেষে সিলেট বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে সিলেট বন্ধুসভা। ২৯ আগস্ট প্রথম আলোর সিলেট আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সভায় কবির জীবনী–সম্পর্কিত দর্শন নিয়ে আলোচনা করেন বন্ধুরা। এ ছাড়া কবির রচিত দুটি সংগীত পরিবেশনা, তিনটি কবিতা আবৃত্তি ও ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র করা হয়।

সভায় বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক ও গীতিকার। তিনি বাংলা কাব্য ও সাহিত্য জগতে বিপ্লব ঘটিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কবি কলমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। ‘বিদ্রোহী’ কবিতার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত।

পাঠচক্র পরিচালনা করেন হৈমন্তী দাস তমা। কবির জীবনদর্শন নিয়ে আলোচনা করেন পিয়াস সরকার ও দেব রায় সৌমেন। সংগীত পরিবেশন করেন সুবর্ণা দেব ও দেব রায় সৌমেন। কবিতা আবৃত্তি করেন সামিরা হোসাইন ও তমা সূত্রধর। সঞ্চালনা করেন ফারহানা হক অমি।

সাংস্কৃতিক সম্পাদক, সিলেট বন্ধুসভা