ভারতীয় উপমহাদেশে প্রথম প্রকাশিত পত্রিকা ছিল ‘বেঙ্গল গেজেট’। মানুষের জীবনে সংবাদপত্রের গুরুত্ব ও তাৎপর্য অনেক। সংবাদের গুরুত্বকে উপলব্ধি করে তরুণদের সংবাদ পাঠ ও সংবাদপত্রে লেখায় পারদর্শী করতে ‘সংবাদ লেখার কলাকৌশলবিষয়ক কর্মশালা’ করেছে সিলেট বন্ধুসভা।
১৪ মার্চ বিকেলে সিলেটের কিনব্রিজ–সংলগ্ন ঐতিহাসিক সারদা স্মৃতি সদনে এটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন স্থানীয় দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর। মানুষের জীবনে সংবাদপত্রের প্রয়োজনীয়তা ও সংবাদ লেখার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে কর্মশালায় তিনি প্রগাঢ় ধারণা দেন। জ্যেষ্ঠ এই সাংবাদিক সংবাদ লেখার মৌলিক নীতিমালা, শিরোনাম তৈরির কৌশল, তথ্য যাচাই, নিরপেক্ষতা রক্ষা ও আকর্ষণীয় প্রতিবেদন প্রস্তুত করার পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের সংবাদ রচনা, সংবাদের কাঠামো, ভাষার ব্যবহার ও ব্যাকরণ এবং আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও ধারণা দেন আহমেদ নূর। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে অনুসন্ধানী তথ্যের বিকল্প নেই। এমন কর্মশালা তরুণদের সাংবাদিকতায় এগিয়ে নিয়ে আসবে।
এর আগে শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ বলেন, প্রযুক্তির উৎকর্ষ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশের কারণে সংবাদ পরিবেশনের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছানো এখন সময়ের দাবি। তাই সংবাদ লেখার ক্ষেত্রে ভাষার নির্ভুলতা, তথ্যের সঠিকতা ও পাঠকের মনোযোগ আকর্ষণের কলাকৌশল রপ্ত করা অপরিহার্য।
কর্মশালায় অংশগ্রহণকারী হাফসা বিনতে আরমান বলেন, সিলেটে এ ধরনের কর্মশালা আরও হলে তরুণেরা সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হবে এবং সাংবাদিকতা সম্পর্কে নতুন কিছু শিখতে পারবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে প্রশংসাপত্র প্রদান করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা