সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

ঢাকা মহানগর বন্ধুসভার বর্ষা উৎসব শেষে বন্ধুরা
ছবি: এস কে কাব্য

ঢাকা মহানগর: ৩১ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘এসো কর স্নান নবধারা জলে’ শিরোনামে বর্ষাকে বরণ করে নিয়েছে ঢাকা মহানগর বন্ধুসভা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: আহমদ ছফার প্রয়াণদিবস উপলক্ষে ২৮ জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিষয় ছিল লেখকের সাহিত্যসমগ্র। একই দিন ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যসংলগ্ন রাস্তার পাশে, বঙ্গবন্ধু হলসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

নীলফামারী: ৩১ জুলাই জেলা শহরের মরালসংঘ ক্লাব চত্বর, আলিয়া মাদ্রাসা চত্বর, কালিতলা উচ্চবিদ্যালয় চত্বরসহ বিভিন্ন বাসাবাড়িতে গাছের চারা রোপণ এবং রিকশাচালক ও পথচারীদের মধ্যে বিতরণ করে নীলফামারী বন্ধুসভা।

ঢাকা বিশ্ববিদ্যালয়: মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুলনাচের ইতিকথা নিয়ে ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পাঠচক্র করে।

ময়মনসিংহ বন্ধুসভার বর্ষার দেয়ালিকা ‘বর্ষিল’-এর মোড়ক উন্মোচন
ছবি: বন্ধুসভা

ময়মনসিংহ: ২২ জুলাই বর্ষার স্মৃতিমধুর মুহূর্তগুলো নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের স্বরচিত লেখা নিয়ে প্রকাশিত দেয়ালিকা বর্ষিল- এর মোড়ক উন্মোচন করা হয়। এর আগে ২১ জুলাই প্রথম আলোর এক সপ্তাহের সম্পাদকীয় পাতা নিয়ে অনুষ্ঠিত হয় পাঠচক্র।

গাজীপুর: মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছে গাজীপুর বন্ধুসভা। ১৭ জুলাই এ কর্মসূচি শুরু হয়, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

পটিয়া: উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে ২৭ ও ২৮ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত বইমেলায় বইয়ের স্টল দিয়ে অংশ নেয় পটিয়া বন্ধুসভা।

ঝালকাঠি: জেলার শতবর্ষী ঐতিহ্যবাহী পেয়ারাবাগান আটঘর কুড়িয়ানা, ভিমরুলীতে ২৯ জুলাই বন্ধুসভার বন্ধুরা আনন্দ ভ্রমণ করেন।

নোয়াখালী: আহমদ ছফার প্রয়াণদিবসে ২৮ জুলাই তাঁর প্রথম উপন্যাস সূর্য তুমি সাথী নিয়ে নোয়াখালী বন্ধুসভা একটি ভার্চ্যুয়াল পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে।

পাবনা: বন্ধুসভার উদ্যোগে ২৭ জুলাই পাবনা সরকারি এডওয়ার্ড কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক গাছের চারা রোপণ ও স্থানীয় লোকজনের মধ্যে বিতরণ করা হয়।

খুলনা: গান, কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ২১ জুলাই বর্ষাকে বরণ করে নেয় খুলনা বন্ধুসভা।

মাদারীপুর বন্ধুসভার বন্ধুদের দেওয়া উপহারের বৃক্ষ হাতে শিশুশিক্ষার্থীরা
ছবি: বাঁধন খান

মাদারীপুর: মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে ২৬ জুলাই দিনব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে স্কুলশিক্ষার্থীদের মধ্যে।

রাজবাড়ী: বন্ধুসভার উদ্যোগে রাজবাড়ীতে ১৮ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মানসিক ও প্রজননস্বাস্থ্য নিয়ে ২২ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত হয় বিশেষ কর্মশালা ‘এমব্রেস দ্য রিদম উইথ ছন্দ’।

রংপুর: বর্ষার কথকতায় নানা আয়োজনে ২৩ জুলাই ঋতুটিকে বরণ করে নেয় রংপুর বন্ধুসভা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২১ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ১-এ ‘নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা ২০২৩’ আয়োজন করে হাবিপ্রবি বন্ধুসভা।