আলোকিত সমাজ গড়তে হলে বই পড়ার বিকল্প নেই

এমসি কলেজ বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

‘এসো বন্ধু বই পড়ি, আলোকিত সমাজ গড়ি’—প্রতিপাদ্যে এমসি কলেজ বন্ধুসভা বছরের অষ্টম পাঠচক্রের আয়োজন করে। পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের ‘বরফ গলা নদী’। ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় নির্বাচিত সিলেট গ্রন্থাগারে এটি অনুষ্ঠিত হয়।

ক্ষয়িঞ্চু নিম্নমধ্যবিত্ত একটি পরিবারের ঘাত-প্রতিঘাত, আনন্দ, বেদনা, পাওয়া–না পাওয়াগুলোকে উপজীব্য করে রচিত হয়েছে ‘বরফ গলা নদী’। ১৯৬৯ সালের একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কেমন ছিল, সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে উপন্যাসটি থেকে।

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পর্যায়ক্রমে উপস্থিত বন্ধুরা নিজস্ব আঙ্গিকে বইটির আদ্যোপান্ত সবার সামনে উপস্থাপন করেন। প্রতিবারের মতো এবারও সেরা পাঠক হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন শারমিন আক্তার, মমতা আক্তার ও প্রজ্ঞা চৌধুরী।

সাবেক সভাপতি শাহ শিকান্দার শাকির বলেন, ‘আলোকিত সমাজ গড়তে হলে বই পড়ার বিকল্প নেই। জ্ঞান ও মেধার পরিধি বৃদ্ধিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক ফারহানা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক রুহেল আহমেদ, অর্থ সম্পাদক রুবেল ফারহিন, উদয় সরকার, লিমা তালুকদার, আযহারুল ইসলাম, মিসবাহ জামিল, রেজাউল করিম, সানজিদা রশিদসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, এমসি কলেজ বন্ধুসভা