‘সমাজ ও রাষ্ট্রের কাছে দেশের প্রতিটি নাগরিক দায়বদ্ধ’

জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ঝালকাঠি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঝালকাঠি বন্ধুসভা। সকাল সাতটায় বন্ধুরা জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণের পর সবার উদ্দেশে উপদেষ্টা ছবির হোসেন বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের অনেক বড় অর্জন। এ দিনটি বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ৭১-এর ২৫ মার্চ মিলিটারির আক্রমণের পর পাকিস্তানের দুই অংশের মধ্যে সমস্যা নিষ্পত্তির সর্বশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়। সেই কালরাতে শুরু হওয়া গণহত্যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।’

সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধারা যে উদ্দেশে দেশ স্বাধীনের জন্য লড়াই করেছিলেন, সেই উদ্দেশ্যকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে কাজে লাগাতে হবে। সমাজ ও রাষ্ট্রের কাছে দেশের প্রতিটি নাগরিক দায়বদ্ধ।’

পুষ্পস্তবক অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান মাহমুদ, কবি ও লেখক আল আমীন বাকলাই, বন্ধু শাকিল হাওলাদার, সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক চাঁদনী জাহান, বন্ধু সৈয়দ হান্নান, আমিনুল ইসলাম, আল শাহরিয়া, সুমন চন্দ্র, উজ্জ্বল দুয়ারিসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা