শিশুদের নিয়ে মেহেদি উৎসব

শিশুদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মেহেদি উৎসবছবি: বন্ধুসভা

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ যদি হয় শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, তবে সে আনন্দ শতগুণ বেড়ে যায়। বরাবরের মতো এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে শিশুদের সঙ্গে।

২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শিশুদের নিয়ে মেহেদি উৎসব আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ছোট ছোট শিশুর প্রাণবন্ত হাতগুলো মেহেদির রঙে রাঙিয়ে দেন ম্যাগাজিন সম্পাদক নূর রাদিয়া তাহিয়াত, বইমেলা সম্পাদক নিয়ন মনি, কার্যনির্বাহী সদস্য খাদিজাতুল কুবরাসহ অন্য বন্ধুরা।

বন্ধুরা বলেন, ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়, যখন হাত মেহেদির রঙে রঙিন হয়ে ওঠে। কিন্তু এই শিশুগুলো যেখানে শক্ত হাতে জীবন সামলাতে ব্যস্ত, সেখানে মেহেদি হাতে লাগানো অনেকটা বিলাসিতা। হাতভর্তি মেহেদি দিয়ে ঈদ উদ্‌যাপন করা যেন তাদের স্বপ্ন। আর এই স্বপ্ন বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এ উদ্যোগ।

মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি সাফিন উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইমরান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম, ঢাবি বন্ধুসভার সভাপতি মোশাররফ খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানজিদ ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইয়াসির আরাফাতসহ অসংখ্য বন্ধু।

বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা