সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে গুনীজন সম্মাননা

বন্ধুসভার রজতজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে গুনীজন সম্মাননা
ছবি: বন্ধুসভা

প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের প্রতি উষ্ণতার হাত বাড়িয়ে দেওয়াসহ অনেক মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। সমাজ ও দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা রাখছেন বন্ধুসভার বন্ধুরা। ১৩ নভেম্বর বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে বন্ধুসভার রজতজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক আবুল কালাম বাবলা, কবি কিশোরী মোহন সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান ও সভাপতি কর্ণ বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও মাসকুরা আক্তার।

কেক কেটে বন্ধুসভার রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদকে গুনীজন সম্মাননা ২০২৩ প্রদান করা হয়।

এ ছাড়া বন্ধুসভার তিন বন্ধুকে ২০২৩ সালের বন্ধুসভার সব কার্যক্রমের ভিত্তিতে ‘সেরা বন্ধু’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাসকুর আক্তার, প্রচার সম্পাদক তারিক ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক মোকারারম বিল্লাহ।
পরে বন্ধুসভার বন্ধু সোমা রানীর কণ্ঠে গান শুনতে শুনতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা