রজতজয়ন্তীতে পত্রিকা বিক্রেতাদের পাশে রাঙ্গুনিয়া বন্ধুসভা

প্রথম আলোর রজতজয়ন্তীতে পত্রিকা বিক্রেতাদের পাশে রাঙ্গুনিয়া বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো প্রথম প্রকাশিত হয়। সত্যে তথ্যে প্রথম আলো এখন ২৫ বছরে। রজতজয়ন্তী উপলক্ষে ৯ নভেম্বর বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্ধুসভার উদ্যোগে প্রীতিসম্মিলনের আয়োজন করা হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, ‘আজকাল ফেসবুক আর অনলাইনে অসত্য নিউজের ছড়াছড়ি। সঠিক ও সত্য খবর নিশ্চিত হতে প্রথম আলোর ছাপা কাগজ ও অনলাইন সংস্করণে চোখ বুলান পাঠকেরা। প্রথম আলো পাঠকের সেই আস্থার জায়গাটি তৈরি করে নিয়েছে।’

বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার, আবুল কাশেম, সার্ভেয়ার তীর্থ বাসী নাথ, পৌরসভা কার্যালয়ের কর্মী নিবারণ দাশ, প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক এম মোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য রবিউল মোস্তফা প্রমুখ।

এদিন পত্রিকা বিক্রেতাদের মধ্যে রাঙ্গুনিয়া বন্ধুসভার পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হয়।