কেশবপুর বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে কেশবপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালিয়েছে যশোরের কেশবপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর উপজেলার গড়ভাঙ্গা, বেলকাটি ও মাদারডাঙ্গা গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন বন্ধুরা।

এ দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বন্ধুরা তাঁদের বোঝান এডিস মশার বংশবিস্তারের স্থান, পরিষ্কার-পরিচ্ছনতা ও ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় সম্পর্কে। গত বছর বেলকাটি গ্রামে দুজন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এ বছরও বেলকাটি ও গড়ভাঙ্গা গ্রামে সব থেকে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সেখানেই বন্ধুরা সচেতনতা বাড়াতে কাজ করছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ, খেলাঘর আসরের সভাপতি শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, প্রথম আলোর প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইন ইসলাম, আল আমিন, সুমন হোসেন, জীবন দাস, পুষ্পিতা দাস, সুপ্রিয়া দাস, সুষ্মিতা দাসসহ অন্যরা।