ঝিনাইদহ বন্ধুসভার বৃক্ষরোপণ

ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা মথুরাপুর আদর্শ এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেনছবি: বন্ধুসভা

‘ছোট থেকে বৃক্ষ লালন-পালন করে বড় করলে ছাত্রদের মধ্যে কোমলমতি মনের উদয় হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান সম্পর্কে অবগত হবে।’ বলছিলেন ঝিনাইদহের মথুরাপুর আদর্শ এতিমখানার শিক্ষক রাশেদুল ইসলাম।

৬ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের অদূরে মথুরাপুর আদর্শ এতিমখানায় বৃক্ষ রোপণ করেছে ঝিনাইদহ বন্ধুসভা। জেলা বন বিভাগ ও বৃক্ষমেলা থেকে গাছের চারা কিনে সেগুলো রোপণ করেন বন্ধুরা। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়।

ঝিনাইদহ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার উপদেষ্টা নাজমুল আলম বলেন, ‘বৃক্ষ আমাদের বড় মনের মানুষ হতে শেখায়। বৃক্ষ যেভাবে সবার উপকারে আসে, আমরাও যদি বৃক্ষের থেকে শিক্ষা নিয়ে উদারতার পরিচয় দিই তবে সমাজে আর বিশৃঙ্খলা হবে না। পাশাপাশি ঝিনাইদহ বন্ধুসভার এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে মনে করি।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিসান আহাম্মদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক প্রভাস শর্মা, দপ্তর সম্পাদক এ্যানি খাতুন, ম্যাগাজিন সম্পাদক ললিত কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলামসহ অন্য বন্ধুরা। বৃক্ষরোপণ ও পরিচর্যা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ছিলেন সুমন আহমেদ।

সভাপতি, ঝিনাইদহ বন্ধুসভা