বরিশালে শিক্ষার্থীদের মধ্যে শুকনা খাবার বিতরণ

ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে বরিশাল বন্ধুসভার উদ্যোগে শুকনা খাবার বিতরণ

কর্মবিরতিতে থাকা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি, জুস, বিস্কুটসহ শুকনা খাবার বিতরণ করেছে বরিশাল বন্ধুসভা।

৯ আগস্ট বরিশাল নগরের নতুল্লাবাদ, চৌমাথা, বটতলা, বগুড়া রোড, নতুনবাজার, সিঅ্যান্ডবি পোল, আমতলা ও সাগরদিসহ বিভিন্ন এলাকায় এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক নাঈমা রহমান, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাফিউল্লাহ্, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিল্লাহ হোসেন, বন্ধু তাসমিম পাতাসহ অনেকে।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা