বিতর্কে জীবনমুখী বিষয় নির্বাচন জরুরি

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩ উপলক্ষে সাবেক ও বর্তমান কৃতী বিতার্কিক ও সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল প্রথম আলো কার্যালয়ে
ছবি: তানভীর আহাম্মেদ

‘সারা দেশে নানাভাবে বিতর্কের চর্চা হলেও বিতর্কের কাঙ্ক্ষিত ফল অর্জনে এখনো অনেক পথ বাকি। তাই স্কুল বিতার্কিকদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় অবশ্যই জীবনমুখী ও সহজ বিষয় এবং ভালো বিচারক নির্বাচন করা জরুরি। বিশেষ করে, আঞ্চলিক পর্যায়ের বিতার্কিকেরা যেন বিতর্ক করতে আগ্রহী হয়, এমনভাবে অনুষ্ঠান আয়োজন করা উচিত।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে সাবেক ও বর্তমান কৃতী বিতার্কিক ও বিতর্ক সংগঠকেরা এ কথা বলেন। এ সময় তাঁরা সারা দেশে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে প্রথম আলোর অনবদ্য ভূমিকার প্রশংসা করে সব সময় ভালো কাজে প্রথম আলোর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিতার্কিক ও সংগঠকরা
ছবি: তানভীর আহাম্মেদ

মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় বিতর্ক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিতর্ক সংগঠনের সাবেক ও বর্তমান শতাধিক বিতার্কিক ও সংগঠক উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রথম আলোর পক্ষ থেকে উপস্থিত সবাইকে স্বাগত জানান বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। এরপর বিগত বছরগুলোতে সারা দেশে বিতর্কচর্চা এবং বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে প্রথম আলোর ভূমিকা নিয়ে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর সাদিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুন নূর তুষার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মিশু, বর্তমান সভাপতি আব্দুল্লাহ আহমেদ শুকরানা, দৃষ্টি চট্টগ্রামের কার্যনির্বাহী সদস্য জুনায়েদ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক অভ্র ভট্টাচার্য, মুছাব্বেরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ আশীক, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সুমন, আবু বক্কর সিদ্দিক প্রিন্স, সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মডারেটর তাওহিদা জাহান ও সাবেক সভাপতি রাকিব সিরাজী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক রাশেদুল ইসলাম পল্লব, সাবেক সহসভাপতি মো. ওলিউজ্জামান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাবেক বিতার্কিক দীনা আফসানা, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু, বিতার্কিক নাঈমা আক্তার রিতা ও রোকসানা মিতু।

মতবিনিময় সভায় বিতার্কিক ও সংগঠকরা
ছবি: সাইফুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. শরিফুল ইসলাম, সভাপতি শাফিন উজ জামান, এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন, সাবেক সভাপতি মনিরুজ্জামান মুন্না, ইমদাদুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মুফরাদ মৌসুম, মুহীউদ্দিন, মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান শাহেদিন, শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি নিপু ইসলাম, জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী, কামরুল ইসলাম, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সাবেক বিতার্কিক আফরোজি সাচ্চু, জগন্নাথ হলের বিতর্ক একটি তার্কিক সংগঠনের সাবেক সভাপতি অনিমেষ কর, বর্তমান সভাপতি প্রত্যয় ঘোষ, সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী।

মতবিনিময় সভায় বিতার্কিক ও সংগঠকরা
ছবি: তানভীর আহাম্মেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি নূর-ই আলম, সাইমুম মৌসুমী, সাবেক সহসভাপতি নোমান রহমান ও নাজিউল ইসলাম শোভন, সাবেক ইংরেজি বিতর্ক সমন্বয়ক রিদিতা তাহসিন অদিতি, বিতার্কিক তাসফিয়া আফরিন ফারিয়া এবং বর্তমান সভাপতি নূর আহমেদ হোসাইন, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি জিহাদ আসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ রাজ ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি জালাল আশফাক, শাকিল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নাঈম মাহমুদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মৌনতা শাহরিন, গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজুল ইসলাম, সাবেক সভাপতি সাদাত হাবিবী সেতু, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি মোল্লা তাসনিম, ডিবেটিং ক্লাব অব বিইউবিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিজিৎ কর্মকার, নর্থ সাউদ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব থেকে ইলমি তাবাসসুম, মো. খশরুসহ অন্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভিশনের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, সহকারী ব্যবস্থাপক শাহপরান তুষার, সহকারী ব্যবস্থাপক শেখ আব্দুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ নির্বাহী শুভাশিষ প্রামাণিক শুভ এবং সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।

বিতর্কবিষয়ক সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ