‘মা’ উপন্যাস নিয়ে ঢাবি বন্ধুসভার পাঠচক্র

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৫ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

২০০৩ সালে রচিত বইটি নিয়ে বন্ধুরা গঠনমূলক আলোচনা ও অনুভূতি শেয়ার করেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাস্তব কাহিনি অবলম্বনে রচিত উপন্যাসটিতে ওঠে এসেছে এক মায়ের সংগ্রামের গল্প। ছেলে আজাদ মুক্তিযুদ্ধে হাজারো সাহসী তরুণের প্রতীক হয়ে ওঠেন।

সভাপতি গাজী ইমরানের সঞ্চালনায় পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজল কুমার, কার্যনির্বাহী সম্পাদক তানিয়া আক্তার, বন্ধু তানিয়া রেজা ও আল–আমিন।

সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা