‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো।’ আর ভালো কিছুর সঙ্গে সব সময় গোয়ালন্দ বন্ধুসভা। ৫ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে অর্থ প্রদান ও অর্ধশত শিশুর মধ্যে রঙিন পোশাক বিতরণ করা হয়েছে। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এগুলো বিতরণ করেন গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে অর্থ প্রদানের আগে বন্ধুসভার নানা কর্মকাণ্ডের প্রশংসা করে ভালো দিক তুলে ধরে বক্তব্য দেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে সমাজকল্যাণ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছি। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে এখন পর্যন্ত কোনো চাকরি হয়নি। পড়াশোনা অবস্থায় ২০০৭ সাল থেকে ফরিদপুর বন্ধুসভার একজন গর্বিত বন্ধু হিসেবে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। তখন থেকেই জানি প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজ করে থাকে।’
রাকিবুল ইসলাম আরও বলেন, ‘২০১৫ সাল থেকে গোয়ালন্দ উপজেলার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এরপর ২০২১ সালে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছি। তখন থেকে দেখে আসছি প্রতিবন্ধীদের নানা সময় বিভিন্ন কাজে গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা পাশে থাকেন। ঈদের আগে অসহায় প্রতিবন্ধীদের জন্য নিজেরা ইফতার না করে সম্পূর্ণ অর্থ প্রতিবন্ধীদের মধ্যে দিয়েছেন; এর চেয়ে ভালো কাজ আর কী হতে পারে। প্রথম আলো ও বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে প্রায় সাড়ে চার শর মতো সদস্য রয়েছে। ইতিমধ্যে ১৫ সদস্যকে ভিক্ষাবৃত্তি পেশা পরিবর্তন করে ব্যবসায়ে নিয়োগ করা হয়েছে। শিক্ষিত প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হবে। আমাদের এমন ভালো কাজের সঙ্গে প্রথম আলো বন্ধুসভাকে আগামী দিনেও পাশে পাব বলে বিশ্বাস করি।’
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডা. জাকির হোসেন, সহসভাপতি শামসুল হক, মইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, বন্ধু জাকির সরদার, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি সিদ্দিক শেখ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘গোয়ালন্দ বন্ধুসভা সব সময় ভালো কাজের সঙ্গে আছে। আমরা এ বছর সহমর্মিতার ঈদ হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে অর্থ প্রদান করেছি। এ ছাড়া ইতিমধ্যে ৫০ শিশুসহ নানা বয়সী মানুষের মধ্যে রঙিন পোশাক বিতরণ করা হয়েছে। ঈদের আগে আরও অন্তত ১০০ শিশুসহ নানা বয়সী মানুষের মধ্যে রঙিন পোশাক ও অর্থ সহযোগিতা প্রদানে আমরা কাজ করে যাচ্ছি।’
এ ছাড়া প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য বন্ধুসভা থেকে একটি কম্পিউটার প্রদানেরও ঘোষণা দেওয়া হয়।