শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

নোয়াখালী জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করে বাংলাদেশ। বিজয়নিশান ওড়ানো হয় দেশজুড়ে।

গতকাল শুক্রবার ছিল বিজয়ের ৫১তম বর্ষপূর্তি। এ উপলক্ষে সকাল ৭টা ১৫ মিনিটে নোয়াখালী জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের স্মরণ করেছে নোয়াখালী বন্ধুসভা।

এরপর সকাল আটটায় প্রথম আলোর নোয়াখালী অফিসে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধে বাঙালির চেতনা জাগরণ এবং বিজয়’ শীর্ষক একটি আলোচনা সভা। সেখানে বন্ধুরা বাঙালির জাতীয়তাবোধ, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়া, যুদ্ধে অংশগ্রহণ এবং বিজয় অর্জন নিয়ে আলোচনা করেন।

নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজুর রহমান স্মৃতিচারণা করেন তাঁর যুদ্ধকালের কথা। তুলে ধরেন যুদ্ধপূর্ববর্তী রাজনৈতিক আন্দোলন, নেতাদের নেতৃত্ব এবং অবদানগুলো—কীভাবে বাঙালিরা নিজেদের প্রাণের দাবি নিয়ে এক হয়েছিলেন, রাজাকারদের অত্যাচার, নির্মমতা ও তাদের দমনের ইতিহাস।

সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাধারণ সম্পাদক সিফাত বিল্লাহ। কবিতা আবৃত্তি করেন শোনান নোয়াখালী বন্ধুসভার বন্ধু আফরিনা আনিকা ও তাহসিন রহমান। সঞ্চালনা করেন তাজকির হোসেন। আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, দপ্তর সম্পাদক আবদুর রহিম, সাবেক সাহিত্য সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, বন্ধু জান্নাতুন নাঈম, নুসরাত জাহানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, নোয়াখালী বন্ধুসভা