ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্র
শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে নীরবে। কুয়াশামাখা ভোর আর দুপুরের মিষ্টি রোদ। ২১ নভেম্বর এমনই এক রৌদ্রোজ্জ্বল মিষ্টি দুপুরে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা মিলে পাঠচক্রের আসরে বসেন ইউনিভার্সিটি পাঠাগারের বঙ্গবন্ধু কর্নারে। পাঠের বিষয় ছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং সমরেশ মজুমদারের লেখা ‘সাতকাহন’ উপন্যাস দুটি।
সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো-অর্ডিনেটর রেহনুমা বিনতে মামুন। পাঠ আলোচনার একপর্যায়ে তিনি সবার উদ্দেশে পাঠচর্চার নানাদিক, উপকারিতা এবং বইয়ের লেখক, বিষয়বস্তু, চরিত্র, দর্শন ও চেতনা নিয়ে আলোচনা করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার সুস্মিতা দাস। বন্ধুসভার সভাপতি মুনসূরুল হক তাঁর বক্তব্যে বন্ধুদের বই পড়া এবং সাংগঠনিক কাজে অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।
লেখক পরিচিতি এবং ‘নন্দিত নরকে’ বই থেকে শিক্ষণীয় দিকগুলো আলোচনা করেন উপদেষ্টা শাহরিয়ার অপূর্ব। তিনি বলেন, ‘নন্দিত নরকে’ উপন্যাসটিতে বাইরের দুনিয়ায় মেয়েরা যে কতটা অনিরাপদ, সেটাই রাবেয়ার জীবনের করুণ পরিণতির মাধ্যমে লেখক বুঝিয়ে দিয়েছেন। সবদিক দিয়ে বিবেচনা করলে বলা যায়, এটি হুমায়ূন আহমেদের এক অনবদ্য সৃষ্টি।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তারেক রহমান, বন্ধু তিথি গোয়ালা, অঙ্কন সাহা, মাহবুবা, জাহাঙ্গীর আলম, সাইদ সাবেত, আয়েশা আকতার ও রিফাত আহমেদ।
সাধারণ সম্পাদক, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা