জীবনের অসঙ্গতি ও সমাজের বৈষম্যকে তুলে ধরে ‘গাভী বিত্তান্ত’

পাঠচক্র শেষে জাককানইবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার কালজয়ী উপন্যাস ‘গাভী বিত্তান্ত’। যা বাস্তবিক গভীর পর্যবেক্ষণে রচিত। মানব জীবনের অসঙ্গতি ও সমাজের বৈষম্যকে গভীরভাবে তুলে ধরার জন্য ‍উপন্যাসটি আজও প্রাসঙ্গিক।

৩০ অক্টোবর বইটি নিয়ে পাঠের আসর করেছে জাককানইবি বন্ধুসভা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুরা উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তা থেকে জীবনের মূল্যবোধ আহরণ করেন। বন্ধুরা বলেন, ‘এ রকম নিয়মিত পাঠচক্র সবার পাঠাভ্যাস বৃদ্ধিতে সহায়ক হবে। আমাদের মননে ইতিবাচক প্রভাব ফেলবে।’

পাঠচক্রে উপস্থিত ছিলেন জাককানইবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, তামান্না ইয়াসমিনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, জাককানইবি বন্ধুসভা