পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে সবুজায়ন কর্মসূচি

লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দমত গাছের চারা সংগ্রহ করছে শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

পরিবেশের তাপীয় সমতা বজায় রাখার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে রাজশাহী বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। ২২ আগস্ট ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় রাজশাহীর পদ্মা নদীসংলগ্ন রাজশাহী আলোর পাঠশালায় এ আয়োজন করা হয়।

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে এদিন সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ ও ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ।

গাছের চারা রোপণ করছেন বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

স্বাগত বক্তব্যে মো. আব্দুর রউফ বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য একটি অনস্বীকার্য উপাদান হচ্ছে অক্সিজেন। গাছপালা এই অক্সিজেন আমাদের কাছে সরবরাহ করে। আবার পরিবেশ ঠান্ডা রাখতে ও খাদ্যের জোগান দিতে গাছপালার কোনো বিকল্প নেই। কিন্তু মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে গাছপালা কেটে বন উজাড় করে ফেলছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জনজীবন হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, রাজশাহী বন্ধুসভার সভাপতি মাসুদ রানাসহ রাজশাহী বন্ধুসভা, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও নাটোর বন্ধুসভার বন্ধুরা ও রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

গাছের চারা হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

রোপণ ও বিতরণ করা গাছের মধ্যে ছিল আম, কাঁঠালসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি। বিতরণের পর চারাগুলো চরখিদিরপুর, পদ্মার পাড়, আলোর পাঠশালার মাঠ, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের নিজ নিজ বাড়ির আঙিনা, রাজশাহী সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় রোপণ করা হয়। শিক্ষার্থীরা চারাগুলো রোপণের পর সঠিক নিয়মে এগুলোর পরিচর্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

সাধারণ সম্পাদক, রাজশাহী বন্ধুসভা