সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সেই লক্ষ্যে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে রঙিন জামা ও ১৬টি দরিদ্র পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
২৮ মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বন্ধুসভার আরও কিছু প্রোগ্রামে আমি থেকেছি। তারা সব সময় ব্যতিক্রম কিছু করতে চেষ্টা করে। আমার বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের এমন কার্যক্রম আমাকে সত্যিই গর্বিত করে। অসহায় মানুষের জন্য তাদের এই প্রচেষ্টা একদিন তাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’ এ সময় তিনি বন্ধুসভার পরবর্তী আয়োজনগুলোতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল কাইয়ুম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস এবং ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ। বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সোহাগ রাজ। স্বাগত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নাবিলা জান্নাত।
‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহসভাপতি তৌসিফ আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জোবায়ের সানী, বন্ধু হাসিবুর রহমান, রনি আহম্মেদসহ অন্য বন্ধুরা।
সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা